সারাদেশ

‘নারীরা বাইরে কাজ করতে যাবে না’, ফতোয়া দেয়ায় ইমামসহ আটক ৩

নারীরা বাইরে কাজ করতে যাবে না, মসজিদের মাইকে এমন ফতোয়া ঘোষণার অভিযোগে কুষ্টিয়ায় ইমামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমারখালী উপজেলার কল্যাণপুর জামে মসজিদের ইমাম আবু মুসা, মসজিদ কমিটির সভাপতি আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সুপার জানান, অবৈধ ফতোয়ার সঙ্গে আরো যারা জড়িত আছে, তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

মসজিদের ইমাম আবু মুসার বরাত দিয়ে পুলিশ জানায়, মাঠের ফসল তছরুফ হচ্ছে। আর এর সঙ্গে যুক্ত গ্রামের বেশ কিছু নারী। তাই ফসলি জমিতে নারীদের প্রবেশ নিষেধ করতেই তিনি গত সোমবার মসজিদের মাইকে নারীরা বাইরে কাজ করতে পারবে না বলে এমন ফতোয়া দেন। ফতোয়ার মাধ্যমে বিশেষ করে মাইকে নারীদের শস্যক্ষেতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

কুমারখালী থানার ওসি আবদুল খালেক জানান, মাইকে ফতোয়া জারির পর থেকে এলাকায় জনসাধারণ ক্ষোভ প্রকাশ করে। বড় ধরনের সামাজিক দাঙ্গা থামাতে পুলিশ পরদিন আজ বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে ওই ইমাম ও এ কাজে প্রভাব খাটানো মসজিদের সভাপতি, সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করে।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১ : ১৫ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৭, বুধবার
এইউ

Share