ফতেবাপুর কওমী মাদ্রাসার বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান ফতেবাপুর কওমী মাদ্রাসার বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী সবায় ছাত্র- শিক্ষক ও এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানে মিলন মেলায় রূপ নেয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা দিলোয়ার হোসাইন। মাদ্রাসার শিক্ষক মুফতী দেলোয়ার হোসাইন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মো: শফিকুল ইসলাম বিএসসি।
প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো: শফিকুল ইসলাম বিএসসি বলেন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা দেলোয়ার হোসেন কর্তৃক ফতেবাপুর কওমি মাদ্রাসা টি প্রতিষ্ঠা করার কারনে দেশ বিদেশের বিভিন্ন আলেম-ওলামাদের উপস্থিতিতে আমাদের এলাকাকে বিশেষ পরিচিতি দিয়েছে। এই মাদ্রাসা নিয়ে আমরা অহংকার করি। এই মাদ্রাসার একটি স্থায়ী অফিস নির্মাণে আমরা উদ্যোগ নিবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাথৈর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মো: গোফরাফুল হক, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো : ইবরাহীম খলিল মিয়াজী, ইউপি সদস্য মো : হারিজ ব্যাপারী, সমাজ সেবক মো : আব্দুল্লাহ মাষ্টার, সেলিম ব্যাপারী, মাও: আলাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মো: নাসিম, মাওলানা মুফতী মোহাম্মদ উল্যাহ প্রমুখ।
মাদ্রাসার শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন পুরষ্কার সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১০ জানুয়ারি ২০২৬