বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ লতিফ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী।
সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাওন পাটওয়ারী এবং বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সংগঠনের কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন মিজি, সহ-সভাপতি এস এম সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও. আব্দুর রহমান গাজী, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, দপ্তর সম্পাদক সজিব খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ বাদশা ভূঁইয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আনোয়ারুল হক, সদস্য মোহাম্মদ ইয়াসিন আরাফাত (চৌধুরী ইয়াসিন ইকরাম), গোলাম মোস্তফা, শেখ আল মামুন।
এছাড়াও সংগঠনের সিনিয়র সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলম পলাশ, সিনিয়র সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, সাবেক সভাপতি বাদল মজুমদার, এ কে আজাদ, সাবেক সাধারণ সম্পাদক কে এম মাসুদ, তালহা জুবায়ের, সিনিয়র সদস্য কামরুল ইসলাম, মানিক দাস, মিজানুর রহমান লিটন, মো. মাসুদ আলম, এম এম কামাল, অভিজিত রায়, আশিক বিন রহিম, সাইদ হোসেন অপু, এইচ এম নিজাম, ইমাম হোসেন গাজী।
সাধারণ সভায় উপস্থিত সকলের সংগঠন সদস্য মুহাম্মদ আলমগীর হোসেন পাটওয়ারী, শাহরিয়ার খান কৌশিক, এম আই দিদার, রায়হান বাবু, শাহরিয়ার পলাশ, মো. ইব্রাহিম খান প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাও. আব্দুর রহমান গাজী। পবিত্র গীতা থেকে পাঠ করেন সংগঠনের সদস্য অভিজিত রায়।
সাধারণ সভায় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নয়নমূলক দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে আগামী ৩০ জুন ২০২৫ তারিখে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনায় ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশন করা হয় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলম পলাশ। সহকারী নির্বাচন কমিশন করা হয় সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও সিনিয়র সদস্য মোহাম্মদ মাসুদ আলম।
স্টাফ রিপোর্টার, ১৪ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur