চাঁদপুর

ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার অর্ধবার্ষিক সাধারণ সভা

ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জেলা শাখার অর্ধবার্ষিক সাধারণ সভা শনিবার পৌর পাঠাগারে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ লতিফ।

সাধারণ সম্পাদক চৌধুরী ইয়াছিন ইকরামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মিজানুর রহমান লিটন, জামাল আখন্দ, যুগ্ম সম্পাদক অভিজিত রায়, তালহা জোবায়ের, কার্যকরী সদস্য বাদল মজুমদার, এ কে আজাদ, কে এম মাসুদ, সাবেক সাবেক সহ-সভাপতি সাবিত্রী ঘোষ, কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম অনিক, দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সদস্য সাইফুল আজম, শেখ আল মামুন, মুহাম্মদ আলমগীর, মিজানুর রহমান রানা, এম এ আকিব, শাওন পাটওয়ারী, কাদের পলাশ, রেজাউল করিম, এম আর বাবু, আব্দুস সোবহান রানা, এম আই দিদার, সহযোগী সদস্য আব্দুল গফুর।

সভায় উপস্থিত ছিলেন সদস্য কবির মিজি, আশিক বিন রহিম, আশিষ কর্মকার প্রমুখ।

সভায় সংগঠনের উত্তরোত্তর সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে সদস্যরা বিভিন্ন মতামত তুলে ধরেন।

শীতকালীন পিকনিক করার ব্যাপারে সাবিত্রী ঘোষকে আহবায়ক ও কে এম মাসুদকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি তৈরির সিদ্ধান্ত হয়। সাংগঠনিক নিয়ম-নীতি ও যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য সভাপতি সকল সদস্যের প্রতি সভাপতি অনুরোধ জানান।

স্টাফ করেসপন্ডেন্ট || আপডেট: ০৬:২২ পিএম, ০৯ জানুয়ারি ২০১৬, শনিবার

এমআরআর  

Share