বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্য নির্বাহী পরিষদের নির্বাচন-২০২৫ খুবই শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে চৌধুরী ইয়াসিন ইকরাম, সাধারণ সম্পাদক পদে শাওন পাটওয়ারী ও সাংগঠনিক সম্পাদক পদে সাইদ হোসেন অপু চৌধুরী নির্বাচিত হয়েছেন। আজ সোমবার (৩০ জুন) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চাঁদপুর প্রেসক্লাবের লাইব্রেরী কক্ষে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার আলম পলাশ, নির্বাচন কমিশনার হিসেবে গোলাম মোস্তফা ও মো. মাসুদ আলম দায়িত্ব পালন করেন। নির্বাচিত এই পরিষদ ২০২৫ ও ২০২৬ সালে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
নির্বাচনে বিজয়ীরা হলেন-সভাপতি চৌধুরী ইয়াছিন ইকরাম (চাঁদপুর কন্ঠ), সিনিয়র সহ সভাপতি এস এম সোহেল (ইলশেপাড়), সহ-সভাপতি মাজহারুল ইসলাম অনিক (চাঁদপুর দর্পণ), সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী (চাঁদপুর প্রবাহ), সিনিয়র যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম (চাঁদপুর প্রবাহ), যুগ্ম সম্পাদক সজিব খান (ইলশেপাড়)।
সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী (চাঁদপুর খবর), কোষাধ্যক্ষ শেখ আল মামুন (চাঁদপুর বার্তা), দপ্তর সম্পাদক মানিক দাস (ইলশেপাড়), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আনোয়ারুল হক (মেঘনা বার্তা), সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমাম হোসেন গাজী (চাঁদপুর খবর)।
কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন-এম এ লতিফ (আমাদের সময়), কেএম মাসুদ (মতলবের আলো), অভিজিত রায় (আদি বাংলা) ও মিজানুর রহমান লিটন (আলোকিত চাঁদপুর)।
স্টাফ করেসপন্ডেট, ৩০ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur