কুমিল্লার চৌদ্দগ্রামে শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাস্তা পারাপারের সময় উম্মে মারজান ঝুমা নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।
সে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের ৭’ম শ্রেণীর ছাত্রী এবং পৌরসভার নোয়াপাড়া গ্রামের সোহাগের মেয়ে।
চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন বলেন, ‘বিকাল ৪.২০টায় স্কুল ছুটির পর বাড়ি ফেরার জন্য মহাসড়ক পার হবার সময় একটি কাভার্ডভ্যান তাকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।’
পরে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের লোকজন এসে লাশটি উদ্ধার করে।
এদিকে স্কুল ছাত্রীর নিহতের ঘটনায় বিক্ষুদ্ধরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুরও চালায় তারা।
খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজের নেতৃত্বে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা
সেপেটম্বর ২৯,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur