প্ল্যাটফর্মে থেকে উচ্ছেদের পর এবার চাঁদপুর রেললাইনের পাশেই দোকান

গত সপ্তাহে চাঁদপুর জেলা পুলিশ উদ্যোগে শহরের রেলওয়ে হার্কাস মাকেটের সামনে থেকে অবৈধ ভ্রম্যমান দোকানগুলো উচ্ছেদ করা হয়। এতে মার্কেটের সামনের অংশ খোলামেলা হওয়ায় পথচারি ও ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে আসে ।

কিন্তু বৃহস্পতিবার উচ্ছেদ হওয়া ওইসকল অবৈধ ভ্রাম্যমান দোকানিরা এবার কালীবাড়ি প্ল্যাটফর্মের বিপরীত দিকে রেললাইনের পাশে অবৈধভাবে দোকান নির্মানের চেষ্টা করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ ক’জন জানান, এসব দোকানীদের সহযোগিতা করার জন্য সরকার দলীয় বেশ ক’জন নেতা উৎসাহ দিচ্ছে এবং তারা এসব দোকানীদের কাছ থেকে মাসিক চাঁদা নিচ্ছে।

চাঁদপুর শহরের সচেতন মহলের দাবি, রেললাইনের পাশে দোকান নির্মাণের আগেই যেনো রেলওয়ে কর্তৃপক্ষ এবং চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ বিষয়টি নজরে আনেন। নয়তো কালিবাড়ি প্ল্যাটফর্মের পশ্চিম পাশ্বের মতো পূর্ব পার্শ্বের জায়গাটুকুও ভূমি দস্যুদের দখলে চলে যাবে।

প্রতিবেদক- আশিক বিন রহিম

Share