র্যাম্প মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করলেও খুব দ্রুত চলচ্চিত্রে কাজ করার সুযোগ হয় আইরিন সুলতানার। দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবিতে প্রথম আরেফিন শুভর বিপরীতে অভিনয় করেন তিনি।
এই অভিনেত্রী বেশকিছু ফটোশুটের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচিত। এ প্রসঙ্গে সম্প্রতি তিনি বলেন, ‘খোলামেলা ছবি আসলে কোনোকিছু ম্যাটার করে না। ছবিটা মানাচ্ছে কি-না সেটা আসল বিষয়। যে ছবিটা দেখতে মানায়, সেটা নিয়েই আলোচনা হয়। যেটা দেখতে ভালো লাগে না, সেটা নিয়ে সামান্য আলোচনাও হয় না।’
প্লেবয় ম্যাগাজিনে সুযোগ পেলে কাজ করবেন কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘প্লেবয়ের অফার এলে আমি একদম সরাসরি হ্যাঁ বলে দেবো। প্লেবয় ম্যাগাজিনের জন্য নগ্ন হতেও আমার কোনো আপত্তি নেই। এক কথায় বলতে পারেন প্লেবয় কাভার হতে আমি সবকিছু করতে রাজি।’
এদিকে আইরিনের হাতে বেশকিছু ছবি রয়েছে। এরমধ্যে বেশিরভাগ ছবির কাজ শেষ পর্যায়ে। তার অভিনীত যেসব ছবি সামনে মুক্তি পাবে সেগুলোর মধ্যে রয়েছে বুলবুল জিলানী পরিচালিত ‘রৌদ্রছায়া’, সাইফ চন্দনের ‘টার্গেট’, শফিকুল ইসলাম সোহেলের ‘ভোলা’ ও অরণ্য পলাশের ‘গন্তব্য’।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১০: ৫৫এ.এম ১৯মার্চ,২০১৮সোমবার
এ.এস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur