চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ২০২২ সনে অনুষ্ঠিতব্য প্লাটিনাম উৎসব বিষয়ে ১৮ জুলাই কলেজের হলরুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী সফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং প্রাক্তন শিক্ষার্থী অ্যাড.বিনয় ভূষণ মজুমদারের পরিচালনায় সভায় কলেজের বিভিন্ন পর্যায়ের প্রাক্তন ছাত্রনেতা ও শিক্ষার্থীগণ বক্তব্য রাখেন।
আলোচনার পর উপদেষ্টা, যুগ্ম-আহ্বায়ক ও সদস্য এবং উপ-কমিটিগুলো করা হবে বলে সভায় জানানো হয়।
সভায় সর্বসম্মতিক্রমে উৎসবের আহ্বায়ক কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ ও সদস্য সচিব চাঁদপুর পৌরসভার মেয়র মো.জিল্লুর রহমান জুয়েলকে মনোনীত করা হয়েছে। এ সময় চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।
২২ জুলাই ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur