করোনা ভাইরাস জনিত কোভিড-১৯ রোগ থেকে সেরে ওঠেই গণস্বাস্থ্য কেন্দ্রে প্লাজমা দেবেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার রুমিন ফারহানা প্লাজমা দান করবেন।
২৫ আগস্ট মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে এসব তথ্য জানিয়েছেন তিনি।
রুমিন ফারহানা লেখেন, ‘জটিল করোনা রোগীর জন্য প্লাজমা হতে পারে জীবন রক্ষাকারী। প্লাজমা ডোনেট করতে ইনশাল্লাহ
আজ সকাল ১১টায় যাচ্ছি গণস্বাস্থ্য হাসপাতালে।’
এর আগে, গত ১২ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। পরে ২৩ আগস্ট তার করোনার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।
২০১৯ সালের ২৮ মে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন (৫০) থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন রুমিন ফারহানা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি।
বার্তা কক্ষ,২৬ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur