সাত কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) মামুন আহমেদের অশোভন আচরণের অভিযোগে রাজধানীর সায়েন্সল্যাব মোড়, টেকনিক্যাল মোড় এবং তাঁতিবাজার সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সড়কে অবস্থান নেন তারা। ফলে গুরুত্বপূর্ণ এসব সড়কের যানচলাচল বন্ধ হয়ে পড়ে।
শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে বের করে দেন। তিনি বলেন, সাত কলেজের বিষয়ে কিছু জানেন না।
শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রকাশ্যে রাস্তায় এসে শিক্ষার্থীদের কাছে ক্ষমা না চাইলে শিক্ষার্থীরা সেখানে থেকে উঠবে না।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, এ বিষয়ে ২১ দিন আগে তাকে স্মারকলিপি দেওয়া হলেও সেটি পড়েননি। সাত কলেজের শিক্ষার্থীদের চেনেন না বলেই তিনি আক্রমণমূলক ব্যবহার করেছেন। তাই তার অশোভন আচরণের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছে।
এসময় শিক্ষার্থীদের ‘প্রো-ভিসি তুই স্বৈরাচার, এই মুহূর্তে গদি ছাড়’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।
সায়েন্সল্যাব মোড়ে সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পারসন ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, একজন শিক্ষক কখনো শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করতে পারেন না। তার রুমে গেলে তিনি এমনভাবে চিৎকার করেছেন মেয়েরা ভয়ে কান্না করে দিয়েছেন। তাকে অবশ্যই শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে। যেহেতু তিনি অন্যায় করেছে তাকে পদে রাখবে কি রাখবে না সেটি সরকার চিন্তা করবে। আমরা শিক্ষার্থীরা মনে করি তার দায়িত্বে থাকার যোগ্যতা নেই।
আন্দোলনরত এসব শিক্ষার্থীরা ৫ দফা দাবি কথা জানান। সেগুলো হচ্ছে-
১. ২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে।
২. সাত কলেজের শ্রেণীকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না।
৩. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে।
৪. সাত কলেজের ভর্তি পরীক্ষায়-নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে।
৫. সাত কলেজের ভর্তিফির স্বচ্ছতা নিশ্চিতে, মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ছাড়া নতুন একটি একাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ২৬ জানুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur