Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের অবস্থান কর্মসূচি
ফরিদগঞ্জ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের অবস্থান কর্মসূচি

ফরিদগঞ্জ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের অবস্থান কর্মসূচি

ফরিদগঞ্জে চাকুরি জাতীয়করণের দাবিতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশনের ২য় দিনেরমত অবস্থান কর্মসূচি অব্যাহত ছিলো। রোববার (২১ জানুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে উপজেলার ৩৭টি কমিউনিটি ক্লিনিকের ৩৭ জন সিএইচসিপি অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি মো.মোস্তফা কামাল সবুজ,সহ সভাপতি আব্দুল কাদের,সাধারণ সম্পাদক রাসেল রানা,যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান,প্রচার সম্পাদক মোশারফ হোসেন,মহিলা সম্পাদিকা তাহমিনা সুলতান প্রমুখ।

আন্দোলনকারীরা জানায়,সারা দেশে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা ২০১১ সালে গ্রামীণ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিটি ক্লিনিকে ৬ হাজার জনগোষ্ঠীর অনুকুলে মাত্র একজন সিএইচসিপি নিয়োগ দেয় সরকার। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো সহ এমডিজি অর্জনে কমিউনিটি ক্লিনিকের ভূমিক অপরিসীম।

তারা আরো জানায়,বিগত ৬ বছরে ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিকের ভূয়সী প্রশংসা করে যাচ্ছেন। তাদের চাকুরি জাতীয়করণের লক্ষে ২০১৬ সালে লিখিত প্রতিশ্রæতি দেয়া হলেও তা আজও বাস্তবায়ন না হওয়ায় কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা ক্ষোভ প্রকাশ করেছেন।

প্রতিবেদক : আতাউর রহমান সোহাগ
আপডেট, বাংলাদেশ সময় ৮: ৫০ পিএম,২১ জানুয়ারি ২০১৮ রোববার
এজি