‘প্রেস ক্লাবের উন্নয়নে জেলা পরিষদ পাশে থাকবে’
চাঁদপুর প্রেসক্লাব পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: কবির হোসেন সরদার। গতকাল ২৫জানুয়ারী (রবিবার) সকাল ১১টায় তিনি চাঁদপুর প্রেস ক্লাব পরিদর্শন করেন এবং নতুন ভবনের স্থান পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী’র সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো:কবির হোসেন সরদার।
তিনি বলেন, চাঁদপুর প্রেস ক্লাবে এসে আমার খুবই ভালো লেগেছে। চাঁদপুর প্রেসক্লাবের নেতৃত্বে সাংবাদিকরা ঐক্যবদ্ধ।এখানে একটি মাত্র প্রেসক্লাব।
চাঁদপুর প্রেস ক্লাবের উন্নয়নে জেলা পরিষদ বিগত দিনেও পাশে ছিলো এবং ভবিষ্যতে পাশে থাকবে।সব ধরণের সহযোগিতা থাকবে।প্রেসক্লাবের নতুন ভবন চাঁদপুর জেলা পরিষদের অর্থায়নে হবে।আরো অর্থের প্রয়োজন হলে সেটাও জেলা পরিষদ করবে।
চাঁদপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের যে কোন কাজে আমরা সহায়তা করবো।
তিনি বলেন,চাঁদপুর জেলা পরিষদের এ জেলার উন্নয়নে কাজ করছে। চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের পরিচালনায় সভাপতির শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
তিনি বলেন, চাঁদপুর প্রেস ক্লাব একটি ঐক্যবদ্ধ ও সুনামধন্য পেশাজীবী সংগঠন। চাঁদপুর প্রেস ক্লাব বাংলাদেশে একটি মডেল প্রতিষ্ঠান৷ আমি চাঁদপুর জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞ। জেলা পরিষদ সব সময় চাঁদপুর প্রেস ক্লাবের উন্নয়নে পাশে ছিল এবং আশা রাখি ভবিষ্যতেও পাশে থাকবে৷
চাঁদপুর প্রেসক্লাবের অনেক উন্নয়ন বাকী রয়েছে।আশা করছি পরবতী উন্নয়ন কাজেও জেলা পরিষদের সহযোগিতা থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের সহকারি প্রকৌশলী মো: শাহাদাত হোসেন, ঠিকাদার মানিকুর রহমান মানিক, এলিট চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার এর মালিক আলহাজ্ব মো: নুরুল আলম লালু। পরিদর্শন শেষে প্রেস ক্লাবের পক্ষ থেকে চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী মো: কবির হোসেন সরদারকে ক্রেস্ট, বার্ষিক ক্যালেন্ডার, কোট পিন, ডায়রী ও ফুলেল শুভেচ্ছা জানান প্রেস ক্লাবের নবাগত সভাপতি সেহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।
শেষে তিনি প্রেস ক্লাবের নতুন ভবনের স্থান পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
নিজস্ব প্রতিবেদক/
২৫ জানুয়ারি ২০২৬