Home / আন্তর্জাতিক / হ্যারিস প্রেসিডেন্ট হলে ইসরাইলের অস্তিত্ব থাকবে না : ট্রাম্প
HARISH ----

হ্যারিস প্রেসিডেন্ট হলে ইসরাইলের অস্তিত্ব থাকবে না : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো মুখোমুখি হয়েছেন। যেখানে গাজায় ইসরাইলের যুদ্ধ ও অচলাবস্থার নিরসন নিয়ে আলোচনা করা হয়েছে।

ট্রাম্প অভিযোগ করে বলেন,‘কমলা হ্যারিস ইসরাইলকে ঘৃণা করেন। তিনি প্রেসিডেন্ট হলে দু’বছরের মধ্যে ইসরাইলের অস্তিত্ব থাকবে না।’এমন অভিযোগে মন্তব্য করে কমলা হ্যারিস বলেন, ‘অবিলম্বে এ যুদ্ধ বন্ধ করা উচিত। যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গাজার পুনর্নির্মাণের জন্য দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলেন তিনি।

কমলা আরো বলেন,‘আমরা অতীতে ফিরে যাচ্ছি না,একটি নতুন পথে এগিয়ে যাবো।’

বিতর্কে কমলার মুখোমুখি হওয়া ট্রাম্পকে জিজ্ঞেস করেন, গাজায় চলমান যুদ্ধ বন্ধে পরিকল্পনা কী, হামাসের কাছে বন্দী থাকা বেসামরিক মানুষদের কি ফিরিয়ে আনবেন? এ প্রসঙ্গে ট্রাম্প জবাব দেন,তিনি মার্কিন প্রেসিডেন্ট থাকলে এ যুদ্ধ শুরুই হতো না।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ১০ সেপ্টেম্বর রাতে এ বিতর্কে মুখোমুখি হন তারা। সূত্র : বিবিসি

চাঁদপুর টাইমস রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২৪
এজি