প্রেসার কুকার বিস্ফোরণে বুক, মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে আলোচিত এবং সমালোচিত লেখক তসলিমা নাসরিনের।
বুধবার সন্ধায় নারীবাদী এই লেখক তার ফেসবুকে স্ট্যাটাসে ছবিসহ তার আহত হওয়ার কথা জানিয়েছেন।
ফেসবুক স্ট্যাটাটে তসলিমা নাসরিন তার আহত হওয়ার ছবিগুলো তুলে ধরে বলেন, ‘না এগুলো চুম্বনের দাগ নয়, এগুলো প্রেসার কুকার বিস্ফোরনের দাগ।’
তসলিমা বলেন, প্রেসার কুকার এক্সিডেন্ট। ডাল রাঁধতে গিয়ে এই হয়েছে। গায়ের জোরে খুলতে চেয়েছিলাম ঢাকনা। গরম ডাল বোমার মতো ছিটকে এসে বুকে মুখে পেটে হাতে পড়ল। সিলভার এক্স লাগাচ্ছি. জ্বলন প্রচন্ড. দোজখের আগুন যে কী করে সইব বুঝতে পারছি না।

তার স্ট্যাটাস এবং ছবিগুলো দেশে তার শুভাকঙ্খীরা সমবেদনা জানিয়েছেন, সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।
বিভিন্ন লেখার কারণে তসলিমা নাসরিনকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়। বর্তমানে তিনি ভারতে রয়েছেন।
নিউজ ডেস্ক || আপডেট: ১০:৫৬ পিএম, ১০ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur