প্রেসক্লাব সভাপতি ও সম্পাদককে সংবর্ধনা

জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)’র ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে চাঁদপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রেস ক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ-এর হাতে ফুল তুলে দেন জাতীয় ছাত্রশক্তি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক সাগর হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, চাঁদপুর প্রেস ক্লাব সবসময় গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের পক্ষে থাকবে। সাংবাদিকদের সঙ্গে জাতীয় ছাত্রশক্তির আগামী দিনে আরও মতবিনিময় হবে বলে আমি আশাবাদী। চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃত্বে জেলার সাংবাদিকরা ঐক্যবদ্ধ রয়েছে। এসময় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি চাঁদপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিয়াম পাটওয়ারী, মুখ্য সংগঠক মোহাম্মদ কামরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নুরুল ইসলাম বিপুল, শিহাব মির্জা, সদস্য মো. কামরুল হাসান পাবেল ও জুবায়ের জয়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে উপস্থিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়।

নিজস্ব প্রতিবেদক/
১৫ জানুয়ারি ২০২৫