ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে মনোনয়ন জমা দিতে জাহিদুল ইসলাম রোমানের সাথে নেতাকর্মীদের ঢল

চাঁদপুরের ফরিদগঞ্জে মঙ্গলবার সারাদিন ছিলো মিছিল ও উৎসবের শহর। সকাল হতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যান্ড পার্টিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে উপজেলা পরিষদ অভিমুখে।

দুপুর একটা নাগাদ উপজেলা পরিষদ এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। কয়েক শহ¯্র নেতা কর্মী সমর্থকের জমায়েত হয়ে যায়। এ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমানের মনোনয়নপত্র দাখিলের প্রাক্কালে নেতাকর্মীদের এ ঢল নামে। সকলে অপেক্ষা করছিলেন তাদের প্রিয় প্রার্থীর জন্য।

এদিকে, সকাল হতে থেমে থেমে বৃষ্টি হচ্ছিলো। প্রতিকূল আবহওয়া সত্ত্বেও, বৃষ্টিতে ভিজে উপজেলা পরিষদ গেইটের সামনে কয়েক শত নেতা কর্মী দাঁড়িয়েছিলেন। তাদের কারও হাতে ফুলের তোড়া। কারও হাতে ছিলো ফুলের মালা। বেলা দুইটা নাগাদ এ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান উপজেলা পরিষদ এলাকায় পৌঁছার পর নেতাকর্মী সমর্থকরা তার ওপর ফুল ছিটিয়ে বরণ করেন।

পরে, আওয়ামী লীগ উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, জেলা ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্ট্রাক্টর, আওয়ামী লীগ উপজেলা কমিটির উপদেষ্টা আব্দুল আউয়াল, ১০নং ইউপির সাবেক চেয়ারম্যান মমতাজ উদ্দিন, ঢাকার বিশিষ্ট্য ব্যবসায়ী ও জাহিদুল ইসলাম রোমানের চাচা বাবুল পাটওয়ারীসহ, বেলা তিনটা নাগাদ সহকারী রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আলী আফরোজ এর হাতে মনোনয়নপত্র দাখিল করেন।

প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ
২৭ ফেব্রুয়ারি, ২০১৯

Share