চাঁদপুর

মরহুম কামরুজ্জামান চৌধুরী ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু বৃহস্পতিবার

চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) প্রেসক্লাব প্রাঙ্গণে শুরু হচ্ছে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম কামরুজ্জামান চৌধুরী স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ।

এ আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে কর্ণার ডেভেলপার্স লি.। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে।

চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান শফিকুজ্জামান। টুর্নামেন্ট উদ্বোধন করবেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও নাজিরপাড়া ক্রীড়া চক্রের সভাপতি আলহাজ ওমর পাটোয়ারী।

চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন কর্ণার ডেভলপারর্স লি.এর চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন।

প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য ইতোমধ্যে চাঁদপুর প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্য,চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও চাঁদপুর ফটোর্জানালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা ব্যাডমিন্টনের একক ও দ্বৈত দল নিয়েছেন।

টুর্নামেন্টের ব্যাপারে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী ও সাধারণ সম্পাদক জি এম শাহীন জানান, প্রেসক্লাবের এ দু’টি ক্রীড়া প্রতিযোগিতা অনেক আগেই শুরু হওয়ার কথা ছিল। এছাড়া এ সপ্তাহের শুরুতেই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়া থাকায় শুরু করা হয়নি এখন বৃষ্টি কিছুটা কমেছে। চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী স্মৃতি ব্যাডমিন্টন শুরু হচ্ছে। দু’টি কর্মসূচিই সুন্দরভাবে পালনের জন্য চাঁদপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম গণমাধ্যমকর্মীদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্যদের উপস্থিত থাকার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক অনুরোধ জানিয়েছেন ।

এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের তৃতীয়তলায় অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে নির্ধারিত সময়ে চাঁদপুর প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী ও সাধারণ সম্পাদক জি এম শাহীন।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ৮:৪০ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৭, বুধবার
ডিএইচ

Share