চাঁদপুর মতলব দক্ষিণ প্রেসক্লাবের সাধারণ সভা বৃহস্পতিবার (২০ এপ্রিল) অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিনের পরিচালনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ প্রেসক্লাবের সহ-সভাপতি আবু সায়েম মাস্টার, খোরশেদ আহমেদ, যুগ্ম- সাধারণ সম্পাদক পলাশ রায়, প্রচার সম্পাদক জি এম কাদির, ক্রীড়া সম্পাদক আব্দুল মান্নান খান, দপ্তর সম্পাদক খোরশেদ আলম, সম্মানিত সদস্য ওমর ফারুক প্রমুখ।
সভায় আগামী ২ মে প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা আহবান করা হয় এবং প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে দৈনিক রুপসী বাংলার চাঁদপুর প্রতিনিধি কাজী নজরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে এবং সর্বসম্মতিক্রমে তাঁকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
করেসপন্ডেন্ট, মতলব দক্ষিণ
আপডেট, বাংলাদেশ সময় ০৮: ০৫ পিএম ২০ এপ্রিল ২০১৭, বৃহস্পতিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur