চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন শুক্রবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক আ. ছোবহান লিটন পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ করে শোনান এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়। এছাড়া সভায় বার্ষিক সাধারণ সভার অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
বিভিন্ন সুনির্দিষ্ট এজেন্ডা ও বিবিধ আলোচনার উপর বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান,নুর নবী নোমান, সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল, সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সহ-সভাপতি প্রভাষক মহিউদ্দিন, জাকির হোসেন সাইদ পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, কার্যনির্বাহী সদস্য নারায়ন রবিদাস, জসিম উদ্দিন মিজি, শিমুল হাছান, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, এসএম ইকবাল, সাংগঠনিক সম্পাদক সাকিল মুশফিক, সহঅর্থ বিষয়ক সম্পাদক আক্তার হোসেন, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, দপ্তর সম্পাদক লিটন কুমার দাস, আইসিটি বিষয়ক সম্পাদক গাজী মমিন, তথ্য ও প্রশিক্ষন সম্পাদক বারাকাত উল্যাহ পাটওয়ারী, প্রকাশনা সম্পাদক ইমাম হোসেন সৌরভ, সমাজ কল্যাণ সম্পাদক আলী হায়দার টিপু পাঠান, সাহিত্য সম্পাদক আবদুস সালাম।
নিজস্ব প্রতিনিধি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur