চাঁদপুর প্রেসক্লাবের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ তথা চতুর্থ তলার ঢালাই কাজ ৯ নভেম্বর সোমবার থেকে শুরু হয়েছে। এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, সহ-সভাপতি রহিম বাদশা, যুগ্ম সম্পাদক আল ইমরান শোভন, কার্যকরী সদস্য শরীফ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক একে আজাদ, সদস্য তালহা জোবায়ের, সংশ্লিষ্ট ঠিকাদার পারভেজ করিম বাবু, দৈনিক মতলবের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ প্রমুখ।
প্রসঙ্গত, জেলা পরিষদ থেকে চাঁদপুর প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নের জন্যে ২০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এ বরাদ্দ দিয়ে প্রেসক্লাব ভবনের চতুর্থ তলার ছাদ ও দেয়াল নির্মাণ করা হবে।
ঢাকা ব্যুরো চীফ, ৯ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur