প্রেম নাকি পরীক্ষার ফল! ফরিদগঞ্জে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা

চাঁদপুরের ফরিদগঞ্জে এসএসসি পরীক্ষার খারাপ ফলের জেরে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে মরিয়ম আক্তার (১৭)।

শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের টোরা মুন্সিরহাট এলাকার বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। মরিয়ম স্থানীয় মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

মরিয়মের নানী মমতাজ বেগম বলেন, ফল খারাপ হওয়ায় মেয়ে জয়নবা ও আমি কিছু কথা বলেছি। সকালে ডাক্তার দেখাতে যাই। বড় নাতনি মরিয়মকে ঘরে রেখে ছোট নাতনি মারিয়া পুকুরে যায়। ফিরে এসে দেখে ঘরের দরজা বন্ধ। জানালা দিয়ে দেখে ওড়না পেঁচিয়ে মরিয়ম ঝুলে আছে।

পরে স্থানীয়রা মরিয়মকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নানী আরও জানান, মরিয়মের বাবা সালাউদ্দিন প্রায় ৮ বছর আগে নিখোঁজ হন। মা জয়নবা গাজীপুরে একটি গার্মেন্টসে কাজ করেন। দুই বোন নানীর বাড়িতেই থাকতেন।

স্থানীয়দের মধ্যে কেউ কেউ বলছেন, শুধুমাত্র পরীক্ষার ফল নয়, প্রেমঘটিত কারণেও মরিয়ম আত্মহত্যা করতে পারে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিবেদক: শিমুল হাছান, ১৯ জুলাই ২০২৫