Wednesday, April 15, 2015 09:09:57 PM
নিজস্ব প্রতিবেদক, বরিশাল :
বরিশালের বানারীপাড়া উপজেলার গরৎদার গ্রামে ঘুমন্ত দুই বোনের ওপর অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মামলা হয়েছে।
বুধবার দুপুরে অ্যাসিড দগ্ধদের মা সুফিয়া বেগম বাদী হয়ে বানারীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
অ্যাসিড দগ্ধ ঝুমুর খানম (১৮) এবং ৩য় শ্রেণির ছাত্রী ইতিকে (৮) বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উন্নত চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মামলার বাদী অভিযোগ করেন, গত মঙ্গলবার রাতে ঘরের বারান্দায় তার দুই মেয়ে ঘুমিয়ে ছিল। রাতের যে কোনো সময় প্রতিবেশী হেমায়েত বালী জানালা খুলে তার মেয়েদের উপর অ্যাসিড নিক্ষেপ করে। এতে তাদের শরীরের পেছনের অংশ ঝলসে যায়। ওই রাতেই গুরুতর অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানা যায়, হেমায়েত ঝুমুরকে প্রেম নিবেদন করে, আর তাতে রাজি না হওয়ায় এ কাণ্ড ঘটায়।
বানারীপাড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান জানান, ঘটনার পর থেকে হেমায়েত পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
হেমায়েতের বিরুদ্ধে বানারীপাড়াসহ বিভিন্ন থানায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানান তিন।
চাঁদপুর টাইমস : এমআরআর/2015
নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur