যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়াতে প্রেমে ব্যর্থ হয়ে সাবেক প্রেমিকা ও প্রেমিকার বর্তমান বয়ফ্রেন্ডসহ ৪ জনকে খুন করেছেন টিমোথি স্মিথ নামের এক ব্যক্তি।
নিহতরা হলেন- উইলিয়াম ফোর্টফিল্ড, চেলসি ক্লাইন, সেথ ক্লাইন ও কোর্টনি স্নাইডার।
স্থানীয় সময় রবিবার সকালে পেনসিলভানিয়ার প্রত্যন্ত অঞ্চল মেলক্রফটের এড’স কার ওয়াশ সেন্টারে তাদের গুলিকরে হত্যা করেন টিমোথি স্মিথ।
টিমোথি স্মিথ নিজের বন্দুকের গুলিতে নিজেও আহত হয়েছেন। তিনি বর্তমানে লাইফ সাপোর্টে আছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এছাড়া অন্য একজন নারীও এ ঘটনায় আহত হয়েছেন।
চেলসি ক্লাইনের এক বোন জানান, সম্প্রতি টিমোথির সঙ্গে তার বোন সম্পর্কের ইতি টেনেছিলেন। তবে পুলিশ এ হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করছে বলে জানিয়েছে।
( বিবিসি)
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur