প্রেমে বাধা দেয়ায় বিষপানে ইতি (১৫) নামের এক যুবতী আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানা গেছে।
ঘটনার বিবরণে জানা যায়, মতলব উত্তর উপজেলার সুজাতপুরের সোমরুজ কান্দি গ্রামের প্রধানিয়া বাড়ির হেলাল উদ্দিনের স্কুলপড়–য়া মেয়ে গত ৮ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় কিটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তার ভাই সবুজ ও আশ পাশের মানুষ জন উদ্ধার করে চাঁদপুর সরকারি ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে।
ইতির খালাতো বোন হেলেনা জানায়, বাড়ির পাশের এক ছেলের সাথে ইতির সম্পর্ক। পরিবারের লোকজন প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় ইতি কিটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ ব্যাপারে ইতির ভাই সবুজের সাথে যোগাযোগ করা হলে সে সাংবাদিক পরিচয় শুনে ফোন কেটে দেয়।
মো. জাবেদ হোসেন, ক্রাইম রিপোর্টার
|| আপডেট: ০২:১০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur