প্রেমের টানে বোরকা পরে স্কুলে ঢুকে ফেঁসে গেছে এক কিশোর। পরে ভ্রাম্যমাণ আদালতের দেয়া রায়ে তাকে যেতে হয়েয়ে শ্রীঘরে।
ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে রাজধানীর হাজারীবাগের সালেহা স্কুল অ্যান্ড কলেজে। ওই বখাটের নাম রাসেল আক্তার (১৭)।
হাজারীবাগ থানর ওসি আলিমুজ্জামান জানান, দুপুরে ওই বখাটে বোরকা পরে স্কুলে প্রবেশ করে ছাত্রীদের ক্লাশে ঢুকে পড়ে। শিক্ষক ক্লাস নিয়ে বের হয়ে আসার পর এক ছাত্রী বোরকা পরিহিত অবস্থায় ওই ছেলের পা এবং স্যান্ডেল দেখে সন্দেহ করে।
পরে ওই ছাত্রী স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি জানায়। স্কুল কতৃপক্ষ ওই বখাটেকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ এসে বখাটে রাসেলকে থানায় নিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত ওই বখাটেকে ১০ দিনের কারাদণ্ড দেন।
জানা গেছে, ওই স্কুলেরই এক ছাত্রীকে ছেলেটি পছন্দ করতো। তাকে দেখতেই সে বোরকা পরে মেয়েদের ক্লাসে ঢুকে পড়ে বলে পুলিশকে জানায় রাসেল।
নিউজ ডেস্ক || আপডেট: ০২:১৯ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারি ২০১৬, রোববার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur