প্রেমের টানে ১৮ মাস আগে অবৈধ পথে বাংলাদেশে পালিয়ে আসা কৃষনা জানা নামে এক তরুণীকে উদ্ধার করে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
২ নভেম্বর সোমবার বিকেলে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির উপস্থিতিতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া ম্যানেজার এবিএম মুহিত হোসেন জানান, বাগেরহাটের আকবর মোল্লা নামে একটি ছেলের সাথে প্রেমের সম্পর্কের জেরে ১৮ মাস আগে সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশে আসে মেয়েটি। পরে আকবরের সাথে বিয়ে হয়। এক পর্যায়ে মেয়েটির বাবা ভারতীয় পুলিশের কাছে অপহরণ মামলা করে।
বাংলাদেশ পুলিশ মেয়েটির খোঁজ পেয়ে উদ্ধার করে বাগেরহাট নিরাপদ আবাসন নামে একটি সমাজ সেবা সংস্থার হেফাজতে রাখে। পরে আইনি প্রক্রিয়া শেষে তরুণীকে ভারতে তার পরিবারের কাছে পাঠানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব ও বিজিবির আইসিপি ক্যাম্পের সুবেদার আশরাফ আলীসহ এনজিও সংস্থার কর্মকর্তারা।
বার্তা কক্ষ,৩ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur