প্রেমের ইতি টেনে ক্রিকেটার জিনাত আসিয়া অর্থিকে সঙ্গী করে জীবনের ইনিংস শুরু করলেন জাতীয় ফুটবল দলের ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল। ৭ ডিসেম্বর সোমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ক্রীড়াজগতের দুই ভুবনের দুই বাসিন্দা।
বয়সভিত্তিক ফুটবল থেকেই আলো ছড়িয়ে সুফিল এখন জাতীয় দলে প্রতিষ্ঠিত হয়ে উঠেছেন। ঘরোয়া ফুটবলে বর্তমানে খেলছেন বসুন্ধরা কিংসে। মাত্রই বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্ব খেলে কাতার থেকে ফিরেছেন সুফিল। তার আগে ঘরের মাটিতে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে দৃষ্টিনন্দন গোল করে আলোচনায় এসেছিলেন।
অন্যদিকে বিকেএসপিতে থেকে উঠে আসা অর্থিও উঠতি তারকা। মোহামেডান নারী ক্রিকেট দলের হয়ে খেলেছেন। গত বছর ইমার্জিং এশিয়া কাপে স্ট্যান্ড বাই ছিলেন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ছেলে সুফিল। অন্যদিকে অর্থির বাড়ি বগুড়া শহরের জলেশ্বরীতলার।
এদিন মেয়ের বাড়ি বগুড়া শহরের শেরপুর সড়কের একটি চায়নিজ রেস্টুরেন্টে দুজনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। যেখানে উপস্থিত ছিলেন দুই পক্ষের অভিভাবক ও পরিবারের সদস্যরা। আড়াই বছর আগে সুফিল ও অর্থির পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব ও প্রেম। এবার দুজনের সেই সম্পর্ক গড়াল পরিণয়ে।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সুফিল নিজেই সংবাদমাধ্যমকে বলেছেন, প্রেমের ইতি টেনে অবশেষে বিয়েটা করেই ফেললাম। আড়াই বছর ধরে অর্থির সঙ্গে পরিচয় এক বন্ধুর মাধ্যমে। এখন সুযোগ মিলতেই অর্থিকে জীবনসঙ্গী করে নিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
আরও পড়ুন- ২৫ বছর ঘানি টানা ছয়ফুল পেলেন গরু