আইন থেকে নিজেকে রক্ষা করতে এক বাবা আত্মহননকারী নিজের কন্যাকে শেষ পর্যন্ত ‘পাগল’ বলে প্রচার করছেন। মেয়েটি আত্মহত্যা করে প্রেমের ইতি টানার পর বাবা এমন কথা বলছেন।
এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা এলাকায়। এলাকাবাসীরা জানান, প্রেমিকের সঙ্গে কোনদিনই বিয়ে দেয়া হবে না- বাবার তরফ থেকে এমন সিদ্ধান্ত জানানোর পর কুলসুমা (১৮) নামের এক যুবতী সোমবার নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করে। বিষ পানের পর আত্মীয়রা কুলসুমাকে মূমুর্ষ অবস্থায় চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীরা জানান, উপজেলার হিমালিয়া গ্রামের বাবুল মিয়ার কন্যা কুলসুমার সাথে একই গ্রামের এক যুবকের প্রেম ছিল। বিষয়টি জানাজানি হলে এনিয়ে প্রায় সময়ই বাবা বাবুল মিয়া কুলসুমাকে বকা-ঝকা দিতেন। ঘটনার দিন এ বিষয়ে আবারো বকা দেন বাবা। এতে রাগে অভিমানে আত্মহত্যা করে মেয়েটি। বিষাক্রান্ত কুলসুমাকে হাসপাতালে নেয়া হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃত্যুর কারণ জানতে চায়। এসময় বাবুল মিয়া মেয়েটির মাথায় ‘দোষ’ (পাগল) ছিল বলে জানান। এতে স্থানীয় মানুষের মাঝে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
নিউজ ডেস্ক || আপডেট: ০৭:৫৬ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার
এমআরআর