দীর্ঘদিন ধরে প্রেম করার পর প্রেমিক যদি অন্য কাউকে বিয়ে করতে চায়, তাহলে যেকোন মেয়েরই কষ্ট পাওয়ার কথা। অনেক মেয়ে এই কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যার মত ভুল পথও বেছে নেই। কিন্তু এই তরুণী ভুল পথে হাঁটেননি। তিনি যা করেছেন তাতে অনেকেরই বাহবা পাচ্ছেন।
সম্পর্ক ভেঙে অন্য মেয়েকে বিয়ে করতে চাওয়ার কথা শোনা মাত্রই সবার সামনেই প্রেমিককে মারধর শুরু করেন ওই তরুণী।
ভারতের ঝাড়খন্ড রাজ্যের রাঁচিতে এ ঘটনা ঘটে। সেখানকার জয়পাল সিং স্টেডিয়ামে দাঁড়িয়ে সবার সামনে এক প্রেমিক যুগল ঝগড়া শুরু করে।
আচমকাই, সেই ঝগড়া থেকে শুরু হয় হাতাহাতি। আর তারপরই ওই তরুণী সবার সামনেই প্রেমিককে ধরে মারধর শুরু করেন। একের পর এক কিল, চড় পড়তে শুরু করে ওই যুবকের গালে, পিঠে।
এমন কী, স্টেডিয়ামের সবার সামনে দাঁড়িয়েই ওই যুবকের কলার ধরে তাকে পেটাতে শুরু করেন ওই তরুণী। যা দেখে আশপাশের মানুষ সেই দৃশ্য ক্যামেরা বন্দি করেন। ইন্টারনেটে আপলোড হতেই, সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৮ : ৩০ পিএম, ১০ ডিসেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur