চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়নের উত্তর আলগী গ্রামের বিল্লাল কবিরাজের ছেলে প্রেমিক নয়ন কবিরাজ(২১) ও প্রেমিকা ফরিদগঞ্জ উপজেলার লাউড়া গ্রামের আব্দুল হাই কাজীর মেয়ে বিষপান করে আত্মহত্যা চেষ্টা করে।
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৩.৩০ মিনিটের দিকে ফরিদগঞ্জ উপজেলার লাউড়া গ্রামের আঃ হাই কাজীর মেয়ে অজ্ঞাত কারণে বিষপান করে আত্মহত্যা চেষ্টা করে। পরে তাকে হাইমচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
এ সংবাদ পেয়ে উত্তর আলগী গ্রামের বিল্লাল কবিরাজ ছেলে মোঃ নয়ন কবিরাজ বিকাল ৫.৫০ মিনিটের দিকে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলে লোকজন তাকেও হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে চিকিৎসকরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয় লোকজন জানায় ছেলে ও মেয়ে সাথে প্রেমের সম্পর্ক রয়েছে।
প্রতিবেদক: বিএম ইসমাইল, ২৮ সেপ্টেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur