রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
রবিবার ভোরে দক্ষিণখানের একটি বাসায় ওই তরুণীকে ডেকে নিয়ে তার প্রেমিকসহ ৫ জন মিলে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন নির্যাতিতা।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার দিনভর অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয় বলে জানান দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান।
আটকেরা হলেন— তরুণীর প্রেমিক আব্দুর রহমান স্বাধীন ও তার বন্ধু আরিয়ান ইসলাম কামাল, আব্দুর রহমান সজিব, নাজমুল হুদা এবং শাওন।
ওসি লুৎফর রহমান জানান, নির্যাতিতা অভিযোগ করেছেন, দক্ষিণখানের মুক্তিযোদ্ধা রোডে ৪০ নম্বর বাসায় তাকে ডেকে নিয়ে যান তার প্রেমিক স্বাধীন। বাসাটা স্বাধীনের বন্ধু সজিবের। এরপর সেখানে ওই প্রেমিকসহ ৫ জন মিলে তাকে ধর্ষণ করেন।
আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং নির্যাতিতাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক || আপডেট: ১২:৩৯ অপরাহ্ন, ২২ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur