প্রেমিককে নিয়ে পালালেন অভিনেত্রী প্রভা!

নিজের অভিনয় ক্যারিয়ারে কাজের চাইতে সমালোচনার খোরাকই বেশি জুগিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সাম্প্রতিক সময়ে তার সঙ্গে অভিনেতা শ্যামলের প্রেম এবং সংসারের ফিসফাস ছিল মিডিয়া পাড়ায়। এই খবর মিলিয়ে যেতে না যেতেই এবার আরেক অভিনেতা তানভীরকে নিয়ে শোনা যাচ্ছে নতুন এক প্রেমের খবর!

তবে এটা অবশ্য প্রভা কিংবা তানভীরের বাস্তব জীবনের গল্প নয়। এই দুই অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে ‘তাহলে’ শিরোনামের একটি নাটকে। এই নাটকে তারা পালিয়ে গিয়ে বিয়ে করে।-আবাং

এই গল্পে দেখা যাবে প্রভা এবং তানভীর একে অন্যকে ভালোবাসে। তানভীর পড়াশুনা শেষ করে চাকরি খুঁজছে। ওদিকে প্রভার পরিবার থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। কিন্তু তানভীর প্রভাকে সরাসরি জানিয়ে দেয় বিয়ে করতে পারবে না। কিন্তু প্রভা কোনোভাবেই বিষয়টি মানতে নারাজ। শেষমেশ কাজী অফিসে যায় দুজনে। পালিয়ে বিয়ে করার সময় শুরু হয় নানা নাটকীয়তা। ঘটনা মোড় নিতে থাকে অন্যদিকে। শেষে ঘটে ভিন্ন এক ঘটনা। এমনি গল্পের নাটক ‘তাহলে’।

বিনোদন নিউজ ডেস্ক || আপডেট: ১২:৪০ পিএম, ০৫ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার

এমআরআর  

Share