Home / সারাদেশ / বিশ্ব ভালোবাসা দিবসে লাশের মিছিল বাড়ছেই
প্রেমবাগানে

বিশ্ব ভালোবাসা দিবসে লাশের মিছিল বাড়ছেই

বিশ্ব ভালোবাসা দিবসে লাশের মিছিল বাড়ছেই। এবার রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকার প্রেমবাগান এলাকার একটি বাসা থেকে তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় এই ঘটনা ঘটে। উদ্ধারকৃত মরদেহ সম্পর্কে এখনো কোন তথ্য জানা যায় নি।

এর আগে, ভালোবাসা দিবসে রাঙামাটিতে পৃথক নৌকা ডুবিতে ৮জন নিহত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শীলছড়ি কয়লার ঘাট এলাকায় ১৫০ জনের একটি ট্যুরিস্ট বোট অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ডুবে যায়। এ ঘটনায় নিহত হয় ৩ জন।

খবর পেয়ে কাপ্তাই শহীদ মোয়াজ্জম ঘাটের নৌ-বাহিনীর ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালায়। নিহতরা হলেন, বিনয়, দেবলীলা, টুম্পা মজুদমদার। এছাড়ও সকালে কাপ্তাই হৃদে একসাথে ডুবে যায় আরও একটি টুরিস্ট বোট। এ ঘটনায় নিহত হন পাঁচজন।

রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে যাই আমরা। উদ্ধার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যায়। এ ঘটনায় ৫ জন ও পরে আরও ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।

বাকিরা অক্ষত আছেন। যারা মারা গেছে তাদের পরিবারবর্গকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে মরদেহ হস্তান্তর করা হবে। একই সাথে তাদের ২০ হাজার টাকা অনুদান দেওয়া হবে।

বার্তা কক্ষ,১৫ ফেব্রুয়ারি ২০২০