চাঁদপুর স্টেডিয়ামে প্রীতি ফুটবল টুর্নামেন্ট শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
প্রীতি ফুটবল খেলায় অংশ গ্রহণ করেন চাঁদপুর সোনালী অতীত ক্লাব বনাম মুন্সিগঞ্জ সোনালী অতীত ক্লাব। খেলায় উভয় ম্যাচ শূণ্য (০-০) গোল নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ সমাপ্ত হয়। প্রথামার্ধে খেলা শুরু থেকে চাঁদপুর সোনালী অতীত ক্লাব ভালো খেলে কিন্তু দলের কোন খেলোয়াড় গোল বক্সে গোল করতে সক্ষম হয়নি। চাঁদপুর বার বার গোল করতে মরিয়া হয়ে উঠলে গোল বক্সে এসে দুর্বল হয়ে পড়েন খেলোয়াড়রা।
এদিকে দ্বিতীয়ার্ধে খেলা শুরু থেকে আবারো চাঁদপুর সোনলী অতীত ক্লাবের খেলোয়াড়রা একটি গোল করতে আপ্রাণ চেষ্টা চালায়।
চাঁদপুরের আক্রমন দেখে মুন্সিগঞ্জ জেলা সোনলী অতীত ক্লাবও আক্রমন শুরু করে। উভয় দলের খেলোয়াড়দের মধ্যে উৎসাহ ছিলো ব্যাপক। কোন আক্রমনাত্বক না খেলে উভয় দলই দারুন খেলা উপহজার দিয়েছে দর্শকদের।
বলা চলে প্রথমার্ধ খেলা শুরু থেকে শেষার্ধের রেফারীর শেষ বাঁশি পর্যন্ত উভয় দলের খেলোয়াড়রা চমৎকার খেলা উপহার দেয়। শেষ মূহুর্তে রেফারীর বাঁশির সাথে সাথে ম্যাচ শূণ্য ড্র নিয়ে মাঠ ছাড়েন চাঁদপুর সোনালী অতীত ক্লাব এবং মুন্সিগঞ্জ সোনলী অতীত ক্লাব।
প্রতিবেদক: শরীফুল ইসলাম
আপডেট, বাংলাদেশ সময় ৮ : ৪৫ পিএম ২৪ নভেম্বর ২০১৭,শুক্রবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur