বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে চিকিৎসকসংকটের কারণে ৪৮তম বিশেষ বিসিএসকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ বিসিএসের গেজেট ২৭ মে প্রকাশিত হওয়ার পরপরই কালক্ষেপণ না করে ২৯ মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
৪৮তম বিশেষ বিসিএসের অনলাইনে আবেদন ১ জুন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৫ জুন পর্যন্ত। আবেদনপ্রক্রিয়া শেষে ৪৮তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৮ জুলাই অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা আরও বলা হয়েছে,প্রিলিমিনারি পরীক্ষার নেয়ার তিন দিনের মধ্যে অর্থ্যাৎ ২১ জুলাই ফলাফল প্রকাশ করা হবে। এরপর দ্রুত মৌখিক পরীক্ষা শেষে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২২ সেপ্টেম্বর।
৪৮তম বিশেষ বিসিএসের জন্য আগ্রহী প্রার্থীরা এ ওয়েবসাইটের মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে সাধারণ প্রার্থীদের আবেদন ফি বাবদ ২শ টাকা দিতে হবে।
ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ফি ৫০ টাকা।
৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন নেয়া হবে ২ হাজার ৭শ জন আর সহকারী ডেন্টাল সার্জন নেয়া হবে ৩শ জন।
৪ জুন ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur