রাজনীতি

প্রিন্ট-ইলেক্ট্রোনিক মিডিয়া মালিকদের বিচার করা হবে

Feb 20, 2015 @ 19 : 44

চাঁদপুর টাইমস ডেস্ক:

যেসব পত্রিকা, টেলিভিশন নাশকতার খবর প্রকাশ করে সন্ত্রাসীদের উৎসাহ দিচ্ছে সেসব মিডিয়ার মালিকদেরও বিচার করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল কমির সেলিম। শুক্রবার বিকালে গুলিস্তান বঙ্গবন্ধু স্কায়ারে গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এ কথা জানান। তিনি বলেন, কিছু কিছু টেলিভিশন ও পত্রিকা নাশকতার খবর প্রকাশ করছে। তারা নাশকতাকারীদের সঙ্গে যোগাযোগ রেখে সহিংতার খবর পেয়েও আইন-শৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে ছবি তোলার জন্য সেখান যান এবং সেসব ছবি ও খবর পত্রিকা-টেলিভিশনে প্রচার করছেন। যাতে করে সন্ত্রাসীরা উৎসাহিত হচ্ছে। আমি সেই মিডিয়ার মালিকদের বলবো আগামীতে আপনাদের বিচার করা হবে। শেখ সেলিম বলেন, নাশকতাকারীদের রানী খালেদা জিয়ার বিচার শুরু হয়েছে। তিনি এখন কাদঁছেন আর বলছেন আমার কি হবে। সুশীল সমাজের সমালোচনা করে তিনি বলেন, কিছু সুশীল সমাজ সন্ত্রাসীদের পক্ষ দিয়ে সংলাপের কথা বলছেন। তারা মূলত সন্ত্রাসীদের লোক। এখন খালেদা জিয়া বিদেশিদের দাওয়াত করে এনে বলছেন একটু সংলাপের কথা বলেন। আমি বলবো কোনো বিদেশিদের কথায় সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা হবে না। বাংলাদেশের রাজনীতি এ দেশের মানুষ নিয়ন্ত্রণ করবে। কোনো বিদেশিদের কথায় দেশ চলবে না। ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন।

Share