প্রায় দু’ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক:

প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলজংশন এলাকার মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি সড়িয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার বাংলামেইলকে বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের তিনটি বগি বেলা পৌনে ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনে বিকট শব্দে লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া লোকোসেড থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধার করলে বেলা সাড়ে ১২টায় সব লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

Share