চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর ) জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের হাতে নির্বাচনি প্রতীক তুলে দেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।
চেয়ারম্যান পদে আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী (মোবাইল ফোন), মো. ইউসুফ গাজী (আনারস), মো. নূরুল ইসলাম নাজিম দেওয়ান (মোটরসাইকেল) ও মো. নূরুল আমিন রুহুল (ঘোড়া) প্রতীক পেয়েছেন।
সংরক্ষিত নারী আসনে (পরিচালক) ৯ প্রার্থীর মধ্যে ৩নং ওয়ার্ডের জোবেদা মজুমদার খুশি (দোয়াত কলম) রেবেকা সুলতানা (ফুটবল), ৪নং ওয়ার্ডের জান্নাতুল ফেরদৌস (ফুটবল), শাহীন আক্তার (বই), ফেরদৌস আক্তার (হরিণ) শিউলী আক্তার (দোয়াত কলম), ৫নং ওয়ার্ডের রওনক আরা ( টেলিফোন), আয়েশা আক্তার (হরিণ) ও শামীমা নাসরিন (ফুটবল) প্রতীক পেয়েছেন।
সংরক্ষিত নারী আসনের একাধিক প্রার্থী না থাকায় ১নং ওয়ার্ডের ইয়াসমিন ও ২নং ওয়ার্ডের খোদেজা রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সাধারণ সদস্য পদে ৭৪ জন সদস্য (পরিচালক) প্রার্থী মধ্যে ২নং ওয়ার্ডের মুক্তার হোসেন (টিউবওয়েল), মো. মানিক (সিলিং ফ্যান), মিনহাজ্ব উদ্দিন খান (হাতি), মো. আব্দুর রব প্রধানিয়া (ঘুড়ি), মো. রেজাউল করিম (তালা), মো. কবির হোসেন (উটপাখি) প্রতিক পেয়েছেন।
৩নং ওয়ার্ডে জয়নাল আবেদীন প্রধান (উটপাখি), এম এ আজিজ বাবুল (টিউবওয়েল), মো. মবিন সুজন (তালা), আল আমিন ফরজী (হাতি) প্রতীক পেয়েছেন।
৪নং ওয়ার্ডে মাহবুবুর রহমান পাটওয়ারী (টিউবওয়েল), আখতারুজ্জামান পাটওয়ারী (হাতি), মো. আ. আজিজ খান বাদল (তালা), আবুল বারাকাত মো. রেজওয়ান (সিলিং ফ্যান), মো. নূরুল ইসলাম (অটোরিক্সা) প্রতীক পেয়েছেন।
৫নং ওয়ার্ডে জাফর ইকবাল মুন্না (হাতি), মুকবুল হোসেন মিয়াজী (টিউবওয়েল), মো. হারুন অর রশিদ হাওলাদার (তালা), মো. শাহাআলম খান (ঘড়ি) প্রতীক পেয়েছেন।
৬নং ওয়ার্ডে মো. খুরশিদ আলম (হাতি), এমএম আল মামুন (টিউবওয়েল), মাকসুদুল আলম (তালা) প্রতীক পেয়েছেন।
৭নং ওয়ার্ডে এমরান হোসেন (হাতি), মো. সুলতান আহমেদ (টিউবওয়েল), মো. মশিউর রহমান (তালা), মো. মাহবুবুর রহমান মিয়া (সিলিং ফ্যান), নজরুল ইসলাম পাটওয়ারী (অটোরিক্সা) প্রতীক পেয়েছেন।
৮নং ওয়ার্ডে মো. নাছির উদ্দিন (অটোরিক্সা), মো. মোতাহার হোসেন (সিলিং ফ্যান), মো. তোফাজ্জল হোসেন (টিউবওয়েল), মো. সাইফুল ইসলাম (তালা) প্রতীক পেয়েছেন।
৯নং ওয়ার্ডে মো. ফারুক আহমেদ (অটোরিক্সা), বিপ্লব সরকার (টিউবওয়েল), রফিক আহমেদ তালুকদার (ঘুড়ি), মো. খাজা আহমেদ ভূইয়া (হাতি), মো. জহিরুল ইসলাম (তালা), মো. জাকির হোসেন (সিলিং ফ্যান), মো. আহসান হাবিব (টিফিন কেরিয়ার), মো. মানিক মিয়া (উটপাখি) প্রতীক পেয়েছেন।
১০নং ওয়ার্ডে মো. আলী আশরাফ (অটোরিক্সা), মো. বিল্লাল হোসেন (টিউবওয়েল), মোহাম্মদ মাঈন উদ্দিন মিয়াজী (হাতি), মোহাম্মদ শাহাদাত হোসেন (তালা), মো. রফিকুল ইসলাম (ঘুড়ি), মো. জুলহাস চৌধুরী (সিলিং ফ্যান) প্রতীক পেয়েছেন।
১১নং ওয়ার্ডে মো. জসিম (তালা), মো. ইয়াছিন মিয়া (হাতি), গোলাম ফারুক মুরাদ (অটোরিক্সা), মাছুম হোসেন ফয়সাল (টিউবওয়েল), মো. হুমায়ুন কবির (সিলিং ফ্যান) প্রতীক পেয়েছেন।
১২নং ওয়ার্ডে মো. জাকির হোসেন (ঢোল), মাহবুব আলম (তালা), মো. দিদার পাটওয়ারী (টিউবওয়েল), মো. রেজাউল করিম মিন্টু (অটোরিক্সা), মো. হুমায়ূন কবির মজুমদার (সিলিং ফ্যান), মো. জাকারিয়া আল মাহমুদ (হাতি) প্রতীক পেয়েছেন।
১৩নং ওয়ার্ডে মো. তুহিন খান (উটপাখি), মো. মোজাহার হোসেন (তালা), মো. মাহবুবুর রহমান (অটোরিক্সা), অধ্যক্ষ এম এ আউয়াল (সিলিং ফ্যান), মো. সাইফুল ইসলাম (টিউবওয়েল), মো. নজরুল ইসলাম (হাতি) প্রতীক পেয়েছেন।
১৪নং ওয়ার্ডে তিমির চন্দ্র সেনগুপ্ত (টিউবওয়েল), মো. হারুনুর রশিদ পাটওয়ারী (অটোরিক্সা), মো. শাহাজাহান (তালা), মো. জোবায়ের হোসেন (সিলিং ফ্যান), চৌধুরী নূরে আলম (হাতি) পেয়েছেন।
১৫নং ওয়ার্ডে মো. আমির হোসেন (টিউবওয়েল), দুলাল প্রধান (সিলিং ফ্যান), মো. সহিদ উল্লাহ (অটোরিক্সা), তোহিদুল ইসলাম (হাতি), মো. আহসান হাবিব (উটপাখি) ও মো. সালাউদ্দিন (তালা) প্রতীক পেয়েছেন।
সাধারণ সদস্য (পরিচালক) পদে একাধিক প্রার্থী না থাকায় ১ নং ওয়ার্ডের প্রার্থী মো. জাহাঙ্গীর আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
প্রতিবেদক-আশিক বিন রহিম ।। আপডটে, বাংলাদশে সময় ৯ :৪১ পিএম, ১২ ডিসেম্বর ২০১৬ সোমবার
এইউ