চাঁদপুর

চেয়ারম্যান ও নারী সংরক্ষিত আসনে ১জনের প্রার্থীতা বাতিল

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জমাকৃত তথ্যে ক্রটি থাকায় ১০ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১জনেরটি বাতিল করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালেয়ে এ যাচাই-বাছাই পক্রিয়া সম্পন্ন হয়। এতে চেয়ারম্যান প্রার্থীর সৈয়দ আহম্মেদ মজুমদারের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এদিকে সংরক্ষিত মহিলা আসনের জমা দেয়া ১৩ প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, মনোনয়ন বৈধ বলে বিবেচিত হওয়ায় বাকি ৯ চেয়ারম্যান প্রার্থীরা হলেন, এম এ ওয়াদুদ, আলহাজ্ব ওসমনি গণি পাটওয়ারী, মো.শহিদ উল্লাহ মাস্টার, মো.ইউসুফ গাজী, যুগ্ম-সম্পাদক অ্যাড. মো. জহিরুল ইসলাম, মো.আহসান উল্লাহ আখন্দ, ইঞ্জিনিয়ল আব্দুর রব ভূঁইয়া, নূরুল ইসলাম নাজিম দেওয়ান ও মো. নূরুল আমিন রুহুল।

সংরক্ষিত ৫টি মহিলা আসনের ১৩ জন প্রার্র্থীর সকলের বৈধ বলে ঘোষণা করা হয়। তারা হলেন, ১নং ওয়ার্ডে নাজমা আক্তার আছমা, ইয়াসমিন ও শাহীন আক্তার। ২নং ওয়ার্ডে খোদেজা রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে)। ৩নং ওয়ার্ডে জোবেদা মজুমদার খুশি ও রেবেকা সুলতানা। ৪নং ওয়ার্ডে জান্নাতুল ফেরদৌস, শাহীন আক্তার, ফেরদৌস আক্তার ও শিউলী আক্তার। ৫নং ওয়ার্ডে রওনক আরা,আয়েশা আক্তার ও শামীমা নাসরিন।

রোববার(৪ ডিসেম্বর ) সাধারণ সদস্য পদে ১৫টি ওয়ার্ডের মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীদের যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।

।। আপডটে, বাংলাদশে সময় ৯ :৪৭ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৬, শনিবার
এইউ

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম
Share