প্রায় অর্ধেকে নেমেছে জি পি এ-৫

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে । এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নেয়া সাড়ে ১৩ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৩শ ৬৫ জন।

গত বছর অর্থাৎ ২০২২ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৭৬ হাজার ২শ ৮২ জন। সে হিসাবে এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮৩ হাজার ৯শ ১৭ জন।

রোববার ২৬ নভেম্বর সকাল ১১ টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এইচ.এস.সি ও সমমানের ফল প্রকাশ করেন। এরপর ওয়েবসাইটে ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল প্রকাশ করা হয়।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, চলতিবছর সব শিক্ষাবোর্ড মিলিয়ে পরীক্ষায় পাশ করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮ শ ৫২ জন পরীক্ষার্থ । শুধু ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৭৫.৯% ।

গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৫.৯৫% । সেই হিসাবে এবার পাসের হার ৭.৩১ % কমেছে।

এর আগে সকাল ১০ টার দিকে গণভবনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। দুপুর ২ টায় শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এক সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

২৭ নভেম্বর ২০২৩
এ জি

Share