বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কচুয়া উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা রোববার( ৮ জানুয়ারি) বিকেলে কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক নেতা মো. রুহুল আমীনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।
তিনি বলেন, শিক্ষকতা পেশা একটি মহান পেশা, এ পেশায় সম্মান ও শিক্ষা উভয়ই রয়েছে। তাই শিক্ষকতার এ মহান পেশা যাতে কুলশিত না হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। এসময় তিনি কচুয়ার উন্নয়নের রূপকার ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির উপস্থিতিতে অচিরেই নতুন এ কমিটির অভিষেক করার আহবান জানান।
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আহসান হাবিব প্রাঞ্জল, আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন, নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন প্রমুখ।
পরে নব গঠিত কমিটির সদস্যদের মিষ্টি মুখ করে বরণ করে নেয়া হয়।
প্রতিবেদক-জিসান আহমেদ নান্নু, কচুয়া
।। আপডটে, বাংলাদশে সময় ১২: ২৬ এএম, ৯ জানুয়ারি ২০১৭ সোমবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur