শিক্ষাঙ্গন

২০ নভেম্বর প্রাথমিক সমাপনিতে অংশ নিচ্ছে ৩২ লাখ পরীক্ষার্থী

২০ নভেম্বর প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনি পরীক্ষা শুরু হচ্ছে। এ পরীক্ষা ২৭ নভেম্বর শেষ হবে। এ বছর ৩২ লাখের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় ২ হাজার ৮৫৭ জন এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনি পরীক্ষায় ৯০ জন বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

এ পরীক্ষা প্রতিদিন সকাল ১১ টায় শুরু হয়ে চলবে দুপুর দেড়টা পর্যন্ত। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বরাদ্দ থাকবে। এটি হচ্ছে দেশের সবচেয়ে বৃহত্তর পরীক্ষা।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭ হাজার ১শ’ ৯৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তন্মধ্যে দেশে ৭ হাজার ১শ’ ৮৩টি এবং দেশের বাইরে রয়েছে ১১টি কেন্দ্র ।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ৮ :৫৭ পিএম, ১৭ নভেম্বর ২০১৬, বৃহস্পতিবার
এজি/ এইউ

Share