প্রাথমিক সমাপনি ১৮ নভেম্বর শুরু : এমসিকিউ প্রশ্ন বাতিল চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। বুধবার ২৫ জুলাই সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষা-সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম মঞ্জুর কাদের।
মঞ্জুর কাদের বলেন,‘এবার শতভাগ সৃজনশীল পদ্ধতিতে সমাপনি ও ইবতেদায়ি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নৈর্ব্যত্তিক বা এমসিকিউ প্রশ্ন থাকবে না। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নৈর্ব্যত্তিক প্রশ্ন বাতিল করে সেখানে সম নম্বরের এক কথায় উত্তর ও সংক্ষিপ্ত প্রশ্ন যুক্ত করা হবে।’
ঐ কর্মকর্তা বলেন,‘এবার সকাল সাড়ে ১০ টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময় আগের মতোই আড়াই ঘণ্টা। আগে পরীক্ষা শুরু হতো বেলা ১১ টায়। এবার উত্তরপত্র মূল্যায়ন হবে একই উপজেলায়। আগে ভিন্ন উপজেলায় উত্তরপত্র মূল্যায়ন করা হতো। এবার থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্যে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেয়া হবে। আগে এ সময় দেয়া হতো ২০ মিনিট।’
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ সভা হয়।
তিনি আরও বলেন,‘ সমাপনি ও ইবতেদায়ি পরীক্ষার নির্ধারিত রুটিন তৈরির কাজ চলছে। এ সপ্তাহের মধ্যেই পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে।’
বার্তা কক্ষ
আপডেট, বাংলাদেশ সময় ২: ৫০ পিএম ২৬ জুলাই ২০১৮,বৃহস্পতিবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur