Home / চাঁদপুর / চাঁদপুরে প্রাথমিক সমাপনীতে পঞ্চাশ ভাগ এ প্লাস অর্জনে পর্যালোচনা সভা
চাঁদপুরে প্রাথমিক সমাপনিতে ৫০ ভাগ এ প্লাস অর্জনে পর্যালোচনা সভা

চাঁদপুরে প্রাথমিক সমাপনীতে পঞ্চাশ ভাগ এ প্লাস অর্জনে পর্যালোচনা সভা

চাঁদপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৬- পরীক্ষার্থীর পঞ্চাশ ভাগ এ’ প্লাস পাওয়ার লক্ষ্যমাত্র অর্জন হওয়া বিষয়ক পর্যালোচনা সভা বৃহস্পতিবার (৮ সেপ্টম্বর) হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ণ দেওয়ান।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খোরশেদ আলমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মোস্তাক আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন ৬নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা সাথি, উত্তর শ্রীরামদী রকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান সিদ্দিকি প্রমুখ।

এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন সরকারি প্রথামিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও তাদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

: আপডেট, বাংলাদেশ সময় ৫:১০ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

চাঁদপুরে প্রাথমিক সমাপনিতে ৫০ ভাগ এ প্লাস অর্জনে পর্যালোচনা সভা

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম

Leave a Reply