দীর্ঘদিনের পুঞ্জীভূত ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে চাঁদপুরের হাইমচর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ এবং প্রধান শিক্ষকদের একাংশ, বুধবার, ৩ ডিসেম্বর , হাইমচর উপজেলা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছেন। একই সাথে শিক্ষকরা প্রধান উপদেষ্টা বরাবর তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়-এর কাছে জমা দেন।
উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার সকল বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অংশ নেন এবং প্রধান শিক্ষকদের একাংশ তাদের সাথে সংহতি জানানোর জন্য উপস্থিতির হন। শিক্ষকরা তাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
শিক্ষক নেতারা, সহকারী শিক্ষকদের প্রধান ৩টি দাবি গুলো তুলে ধরেন।
দাবি তিনটি হলো-
১.সহকারী শিক্ষকদের বেতন স্কেল আপাতত ১১তম গ্রেডে নির্ধারণ।
২.১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান।
৩.এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।
আজ সকাল থেকে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ উপজেলা পরিষদ চত্বরে সমবেত হন। তারা প্লেকার্ড ও ব্যানার নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন এবং তাদের দাবির স্বপক্ষে বিভিন্ন স্লোগান দেন। হাইমচর উপজেলায় বর্তমানে ৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪১৩ জন সহকারী শিক্ষক দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষকদের এই বিপুল অংশগ্রহণ তাদের দাবিগুলোর গুরুত্ব তুলে ধরে।
কর্মসূচির এক পর্যায়ে, শিক্ষক নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়-এর কাছে প্রধান উপদেষ্টা বরাবর লিখিত ৩ দফা দাবি সংবলিত স্মারকলিপিটি পেশ করেন।
স্মারকলিপি গ্রহণকালে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় শিক্ষক নেতৃবৃন্দকে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং তাদের দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন,-“আপনাদের দাবিগুলো সরকারের নীতি-নির্ধারণী মহলে পৌঁছে দেওয়া হবে এবং এই বিষয়ে যেন দ্রুত একটি সমাধান আসে, সে চেষ্টা করা হবে।”
শিক্ষক নেতারা দীপ্ত কন্ঠে হুশিয়ারি দিয়ে বলেন, তাদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)/
৩ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur