বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মতলব দক্ষিণ উপজেলার আয়োজনে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে প্রাইমারী স্কুল শিক্ষকদের বিভিন্ন দাবী বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (০২ মে) মানববন্ধন করা হয়েছে।
বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচী পালন করা হয়।
অবিলম্বে বন্ধ থাকা সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদান, সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকের এক ধাপ নিচে বেতন নির্ধারণ ও প্রধান শিক্ষকদের ১০ গ্রেডসহ ক্রসপন্ডিং স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচী নেতৃত্ব দেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি জেসমিন সুলতানা। এসময় সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ
আপডেট, বাংলাদেশ সময় ১১ : ৪১ পিএম, ২ মে ২০১৭, মঙ্গলবার
এইউ