শিক্ষাঙ্গন

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৯ অক্টোবর : চাঁদপুরে ৮৫২ প্রার্থী

চাঁদপুরে প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক স্তরের মুক্তিযোদ্ধা কোটায় সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা চাঁদপুরসহ দেশব্যাপি ২৯ অক্টোবর অনুষ্ঠিত বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দেয়া তথ্য মতে, ৯০টি শূন্য পদের বিপরীতে চাঁদপুরের প্রার্থী সংখ্যা ৮ শ’৫২ জন। তবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কাল পর্যন্ত শূন্য পদের সংখ্যা বাড়তে পারে বলে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায় ।

হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে একটি মাত্র কেন্দ্রে ১ ঘন্টার এ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে । চাঁদপুর জেলার ৮ উপজেলায় ১ হাজার ১শ ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটার শূন্য পদে নির্বাচিতদের নিয়োগ দেয়া হবে ।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক সূত্রে জানা গেছে, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার ৪ শ’৪০ টি শূন্য পদের বিপরীতে চলতি শিক্ষাবর্ষের ২৪ মে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

দেশে ৪৬ হাজারেও বেশি প্রার্থী এ পরীক্ষায় অংশ নেবে ও মুক্তিযোদ্ধা কোটায় এ পদগুলো পূরণ করা হবে ।

নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ৮:৪৮ পিএম, ১০ অক্টোবর ২০১৬, সোমবার
এইউ

About The Author

প্রতিবেদক- আবদুল গনি
Share