Home / সারাদেশ / ৯ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষকদের ১২টি কাজ অবশ্যই করতে হবে
Raldia-primary-school-
ফাইল ছবি

৯ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষকদের ১২টি কাজ অবশ্যই করতে হবে

১. প্রতিটি শ্রেণি কক্ষ,টয়লেট, ওয়াশব্লক,অফিস কক্ষ ও সকল আসবাবপত্র স্যাভলন,ডেটল ইত্যাদি মিশ্রিত পানি দিয়ে ধৌত করতে হবে।

২. স্কুলের আশেপাশের ঝোপঝাড় পরিস্কার করতে হবে।

৩. বিবর্ণ হওয়া প্রতিটি আসবাবপত্র মেরামত ও রং করতে হবে।

৪. স্কুলের প্রবেশ পথ হতে সকল জঞ্জাল অপসারণ করে প্রবেশপথ শিশুর উপযোগি করতে হবে।

৫. স্কুলের মাঠের জঞ্জাল অপসারণ করে শিশুর খেলার উপযোগি করতে হবে।

৬. সকল খেলার সরঞ্জাম মেরামত ও জীবানুমুক্ত করতে হবে।

৭. স্কুলে শিশুদের সহজে হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে। সাবান ও প্রবাহমান পানি থাকতে হবে।

৮. হ্যান্ড স্যানিটাইজার পর্যাপ্ত পরিমাণে মজুদ রাখতে হবে।

৯. সচল ইনফ্রারেড থার্মোমিটার স্কুলে থাকতে হবে।

১০. প্রত্যেক শিশুর জন্য কমপক্ষে ২টি করে কাপড়ের মাস্ক সংগ্রহ করতে হবে।

১১. বিবর্ণ হওয়া ভবন রং করতে হবে।

১২. স্কুলের নলকূপ সচল রাখতে হবে।

# স্কুলের মাঠে বা আশেপাশে পানি জমলে নালা তৈরি করে পানি নিষ্কাষনের ব্যবস্থা করতে হবে।
# স্কুলের আশপাশে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটিয়ে জীবাণুমুক্ত করতে হবে।
# টয়লেট, ওয়াশব্লকের জন্য আলাদা স্যান্ডেল সংগ্রহ করতে হবে।
# ওয়াশব্লক, টয়লেট, স্কুল ভবনের ছাদ/টিনের চাল পরিস্কার করতে হবে।

সর্বোপরি স্কুল শিশুর উপযোগি করতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।উপরোক্ত নির্দেশনাসমূহ ৪ সেপ্টেম্বর ডিজি মহোদয়ের সঙ্গেজুম মিটিং এর সারাংশ । ১২ সেপ্টেম্বর হতে প্রাথমিক বিদ্যলয়ের শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালু হওয়ার সম্ভাবনা আছে।

বার্তা কক্ষ, ৫ সেপ্টেম্বর ২০২১
এজি