চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেছেন, এখন থেকে প্রাথমিক বিদ্যালয়সহ মাধ্যমিক বিদ্যালয়ে অন লাইনের মাধ্যমে ভর্তি হতে হবে। ভর্তির বিষয়ে কোন প্রকার তদবির চলবে না। বর্তমান সরকার ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে দেশের প্রতিটি বিভাগে ব্যাপক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় অন লাইনের মাধ্যমে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলওয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফি উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আনিছুর রহমান, মাতৃপীঠ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাহবুব ওয়ালী খান, সরকারি কারিগরী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন পাটওয়ারী, মাতৃপীঠ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।
সভায় আগামী ২৬ ডিসেম্বর মাতৃপীঠ সরকারি উচ্চ বিদ্যালয় এবং হাসান আলী সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের অন লাইনের মাধ্যমে ভর্তি শুরু হবে বলে। এছাড়াও কারিগরী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভর্তিপরীক্ষা ২৮ ডিসেম্বর শুরু হবে। এর ১ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে অন লাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষা আবেদন শেষ করতে হবে বলে জানানো হয়।
আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট
।। আপডেট: ০৮:৩৩ পিএম, ২৫ নভেম্বর ২০১৫, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur